ব্রাহ্মণপাড়ায় জোরপূর্বক মার্কেট দখলের পায়তারা
Published : Thursday, 29 April, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে কতিপয় লোকজন আব্দুল খালেক এর মার্কেট জোরপূর্বক দখল করার পায়তারা করছে। এব্যাপারে উক্ত মার্কেটের মালিক ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের মৃত আব্দুল খালেক মেম্বারের ছেলে মোঃ মনির হোসেন ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারীর বাবা জীবিত থাকা অবস্থায় সাহেবাবাদ দক্ষিণ বাজারে রাস্তার পাশে ২০ শতাংশ জায়গা প্রায় ২৮ বছর পূর্বে মোঃ আবু তাহের খান চৌধুরীর নিকট হতে ক্রয় করেন। সেই জায়গায় আব্দুল খালেক জীবিত থাকা অবস্থায় দোকানঘর নির্মাণ করে আব্দুল খালেক মার্কেট নামে ভোগদখল করে আসছেন। আব্দুল খালেক মারা গেলে তার ওয়ারিশরাও সেই জায়গা ভোগদখল করে আসছে। কিন্তু গত ২১ এপ্রিল দুপুরে উপজেলার সাহেবাবাদ গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে সার্জেট সফিকুল ইসলাম, একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হুমায়ুন কবির ও তার ভাই নজরুল ইসলাম এবং একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে ইব্রাহিম উক্ত জায়গায় বেআইনিভাবে খুঁটি বসিয়ে মার্কেট দখলের পায়তারা করেন এবং উক্ত জায়গাটি তাদের বলে দাবি করেন। এ সময় তারা মৃত আব্দুল খালেক মেম্বারের ওয়ারিশদের হুমকি-ধামকি দেন।
এব্যাপারে অভিযোগকারী মৃত আব্দুল খালেক মেম্বারের ছেলে মোঃ মনির হোসেন জানান, আমার বাবা আব্দুল খালেক মেম্বার মারা যাওয়ার পর থেকে আমি আমাদের এই মার্কেট দেখাশোনা করি। গত কিছুদিন যাবত অভিযুক্তরা প্রকাশ্যে ও গোপনে বলাবলি করে আমাদের উক্ত মার্কেটটি জোরপূর্বক দখল করবে এবং আমাকে হত্যার ভয় দেখাচ্ছে।
এব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণপাড়া থানার এএসআই কৃষ্ণ সরকার জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, এবং অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। তবে খুটি গাড়ার বিষয়টির সত্যতা পাওয়া গেছে।
এব্যাপারে অভিযুক্ত সার্জেন্ট শফিক এ প্রতিনিধিকে বলেন, আমরা কাউকে হুমকি ধমকি দেইনি। দলিলমুলে ওই জায়গা আমাদের বলে দাবি করছি।