ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লকডাউন বাস্তবায়ন করতে ব্রাহ্মণপাড়ায় যৌথ অভিযান
Published : Wednesday, 21 April, 2021 at 12:00 AM, Update: 21.04.2021 1:02:15 AM
লকডাউন বাস্তবায়ন করতে ব্রাহ্মণপাড়ায় যৌথ অভিযানইসমাইল নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, লকডাউন ও সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলা সদর বাজারসহ আস পাশের বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।
অভিযান পরিচালনাকালে, মাস্ক না পারায়, স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৭টি মামলা একাধিক ব্যাক্তিকে ২ হাজার ৪শ টাকা অর্থদন্ড দেন। এছাড়াও সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসামা ও সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) আমিরুল্লার নেতৃত্বে উপজেলা বিভিন্ন হাট বাজারে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করেন করা হয়।
ওই অভিযানে একই অপরাধে ১০ টি মামালায় ৪ হাজার টাকা জিরিমানা করে নগদ আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসামা।
এ সময়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা, ওসি (তদন্ত) জাকির হোসেন, এস আই আনোয়ার হোসেন, এস আই জীবন কৃষ্ণ মজুমদার, এস আই মনিরুল ইসলাম, এস আই সফিকুল ইসলাম, এস আই অর্নব কান্তি সানা, এ এস আই কৃষ্ণ সরকার, এ এস আই দেলোয়ার হোসেন, এ এস আই আজিজুর রহমান, এ এস আই মীর সিরাজুল ইসলাম সহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।