Published : Wednesday, 21 April, 2021 at 12:00 AM, Update: 21.04.2021 1:02:18 AM

আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি পৌর সদরের সবজিকান্দি থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানার নেতৃত্বে মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, এস.আই জাহাঙ্গীর আলম, এস.আই মোস্তাফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘরে তল্লাশী করে মাদক ব্যবসায়ী পন্ডিত মিয়া (৪০) এবং তার স্ত্রী কুহিনুর বেগম (৩০) বিছানা থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করে।
আটককৃত মাদক ব্যবসায়ী দাউদকান্দি পৌর সদরের সবজিকান্দি গ্রামের মৃত অলি মিয়ার ছেলে পন্ডিত মিয়া এবং তার স্ত্রী কুহিনুর বেগম। তাদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে। এঘটনায় মাদক আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।