ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
Published : Wednesday, 21 April, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার, লালমাই:
কুমিল্লার লালমাই উপজেলায় চলমান লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ জনকে ১০ হাজার ৫০০ টাকা ও অবৈধ ভাবে নদীর মাটি খনন করায় মেহেরকুল দৌলতপুরের ট্রাকটর মালিককে ৫০ হাজার টাকা সহ মোট ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ২০ এপ্রিল  মঙ্গলবার  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে বাগমারা বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখা ও অবৈধ ভাবে নদীর মাটি খনন করায় অপরাধে  মোট ৫ জনকে ১০ হাজার ৫০০ টাকা ও ট্রাকটর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
লালমাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, লকডাউন চলাকালীন সকলকে সরকারের দেওয়া বিধি-নিষেধগুলো মেনে চলার আহবান করা হচ্ছে। আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।