অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আরএম ফাউন্ডেশন ও ভলেন্টিয়ার ফর দ্যা আর্থ
Published : Monday, 19 April, 2021 at 12:00 AM
" সহস্র পাতে খাবারের যোগান" এই স্লোগানকে সামনে রেখে একহাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খাবারের ব্যবস্থা করার প্রত্যয়ে হাতে নেয়া প্রকল্পের উদ্বোধন করা হয়েছে গতকাল ১৮ এপ্রিল।
আর এম ফাউন্ডেশন ও ভলেন্টিয়ার ফর দ্যা আর্থ নামক দুইটি সেবামূলক সংগঠনের যোথ উদ্যোগে এ কার্যক্রম চলছে।
লকডাউনের কারনে ইতিমধ্যে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এসব কর্মহীন পরিবার যেন অভুক্ত দিনপাত না করে সেজন্য বিবেকের তাড়নায় মানুষের পাশে দাড়িয়েছেন বলে মন্তব্য করেন প্রকল্পের আহবায়ক আর এম ফাউন্ডেশনের সভাপতি রুমি রহমান। "করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শ্রমনির্ভর পরিবারকে কিছুদিনের খাদ্য সহায়তা দেয়ার লক্ষ্যে এই প্রকল্প কাজ করছে বলে জানান প্রকল্পের যুগ্ন আহবায়ক , ভলেন্টিয়ার ফর দ্যা আর্থের সভাপতি ও আর এম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব সুমন সালাহউদ্দিন ।
কুমিল্লা শহররের অদূরে বিভিন্ন স্পটে আগে থেকে লিস্ট করা প্রায় শতাধিক পরিবারের মধ্যে ফুড ব্যাগ বিতরন করা হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে এই লিস্ট করার কাজ সম্পাদন হয় বলে প্রকৃত পক্ষে অসহায় পরিবারকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। সারাবছর ব্যাপি এইধরনের মানবিক কাজ চালিয়ে যাবার আশা ব্যক্ত করেন প্রকল্পের উপদেষ্টা ডক্টর মিজানুর রহমান। বিতরণকৃত ফুড ব্যাগে চাল, ডাল, ত্যাল, সোলা বুট, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। ভলেন্টিয়ার ফর দ্যা আর্থের ইফিশিয়েন্ট ভলেন্টিয়ার সুব্রত কুমার গোপিসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগনের কর্মতৎপরতায় চমৎকার গুছানো পরিবেশে এ কার্যক্রমের প্রথম ধাপ শেষ করা হয়।