ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং উন্নয়ন সমিতির মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
Published : Monday, 19 April, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। রোববার সন্ধ্যায়  সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সুপ্রিম কোর্টের বার এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি এডভোকেট আবদুল মতিন খসরুর রুহের মাগফেরাত কামনা করে বুড়িচং উন্নয়ন সমিতির উদ্যোগে ইফতার মাহফিল বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জালাল উদ্দিনের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর তার নিজ গ্রামের বাড়িতে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উন্নয়ন সমিতির আহবায়ক, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ জালাল, উপজেলা যুবলীগ নেতা মোঃ তানভীর হোসেন পাভেল দৈনিক যুগান্তরের স্থানীয় প্রতিনিধি ও কুমিল্লা কাগজের স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন, যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন ।
আরও উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা মোঃ তারু মিয়া, উপজেলা যুবলীগ নেতা যথাক্রমে  জয়নাল আবেদীন জনু, আরিফুর রহমান ঠিকাদার,  মোঃ মুরাদ হোসেন, মোঃ পাখি, বুড়িচং বাজার মোবাইল ব্যবসায়ী সমিতির  সভাপতি মোঃ আক্তার হোসেন আকাশ, মোঃ আবু হাসান, প্রভাষক ইকবাল হোসেন সাংবাদিক,  কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ এনামুল হক, যুব লীগ নেতা মামুনুর রশীদ, উপজেলা সড়ক  পরিবহনের সভাপতি গোলাম জিলানী, ছাত্র লীগ নেতা মোঃ শামীম হোসেন, পলাশ, মিঠু,মোকাম ইউনিয়ন এর ছাত্র লীগ নেতা রাসেল সারোয়ার, আবু সাঈদ, আনাল হক,  শ্রমিক লীগ নেতা গিয়াস উদ্দিন, ইউসুফ মিয়া, জামাল হোসেন ও শুভ  প্রমুখ।
ইফতারের পূর্বে মরহুম সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মিলাদ মাহফিল  পরিচালনা করেন মোঃ তানভীর হোসেন পাভেল।