ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামের বিদ্যুৎ কেন্দ্রে ৫ শ্রমিকের মৃত্যু ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছে চেতনায় মুক্তিযুদ্ধ
Published : Monday, 19 April, 2021 at 12:00 AM
চট্টগ্রামের বাঁশখালি উপজেলার গন্ডামারায় নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ৫জন শ্রমিক নিহত এবং ৫০ জনের বেশি আহত হওয়ার ঘটনায় চেতনায় মুক্তিযুদ্ধ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে, একই সাথে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। চেতনায় মুক্তিযুদ্ধ দ্রুত তদন্ত পূর্বক উক্ত ঘটনায় জড়িত প্রকৃত দোষী ও ইন্ধনদাতাদের খুজে বের করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে।
চেতনায় মুক্তিযুদ্ধ মনে করে শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে উক্ত ঘটনাটি এড়ানো যেত, একই সাথে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সু-চিকিৎসার দাবি জানাচ্ছে। পাশাপাশি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি, নামাজের ব্যবস্থা করা সহ সকল যৌক্তিক ও ন্যয্য সকল দাবির সাথে চেতনায় মুক্তিযুদ্ধ একাত্মতা প্রকাশ করছে।