দণি আফ্রিকার বিরুদ্ধে বড় জয় পেলো বাংলাদেশের মেয়েরা
Published : Tuesday, 6 April, 2021 at 12:00 AM
পাঁচ
ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দণি আফ্রিকা নারী ইমার্জিং দলকে বড় ব্যবধানে
হারিয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট
স্টেডিয়ামে ৫৪ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের
দেওয়া ১৯৬ রানের টার্গেটে খেলতে নেমে দণি আফ্রিকার মেয়েদের শুরুটা ভালো
ছিল। তবে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি
প্রোটিয়া নারীরা। ৪৪ দশমিক ৫ বলে ১৪১ রানে গুটিয়ে যায় তারা।
বাংলাদেশের পে সালমা খাতুন তিন উইকেট লাভ করেন। এছাড়া জাহানারা আলম, রুমানা আহমেদ ও সানজিদা আক্তার মেঘলা ২টি করে উইকেট নিয়েছেন।
এর
আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন মুরশিদা খাতুন
(৩৬) ও শামিমা সুলতানা (৩৪)। উদ্বোধনী জুটিতে ৭৮ রান যোগ করেন এই দুজন।
ফারজানা হক পিংকি অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে
বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯৫ রান।