ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাদাবের অফ্রিকা সফর শেষ
Published : Tuesday, 6 April, 2021 at 12:00 AM
দণি আফ্রিকার বিপে দুই ওয়ানডে খেলেই শেষ হলো শাদাব খানের সফর। বাঁ পায়ের পাতার ইনজুরিতে স্বাগতিকদের বিপে চলমান সিরিজ ও জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন পাকিস্তানের লেগস্পিনার। সোমবার (৫ এপ্রিল) পাকিস্তান ক্রিকেট বোর্ড এই খবর জানায়।
রোববার (৪ এপ্রিল) দণি আফ্রিকার বিপে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় পায়ে আঘাত পান শাদাব। যা তাকে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে পাঠাচ্ছে। পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘এক্স রে রিপোর্টে চোটের যে অবস্থা ধরা পড়েছে তার চিকিৎসা ধীরে ধীরে করতে হবে এবং শাদাব চার সপ্তাহের পুনর্বাসনে যাবেন।’
এই বছরের শুরুতে ঊরুর চোট নিয়ে নিউ জিল্যান্ড টেস্ট ও দণি আফ্রিকার বিপে হোম সিরিজ থেকে ছিটকে যান শাদাব। আফ্রিকান দলটির বিপে তিন ফরম্যাটের দলেই ছিলেন তিনি।