বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে কুমিল্লা জেলা কারাতে দল অংশগ্রহণ
Published : Tuesday, 6 April, 2021 at 12:00 AM
জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলে বাংলাদেশ
অলিম্পিক এসোসিয়েশন এর বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস আজ থেকে ৮ এপ্রিল ২০২১
কারাতে ডিসিপ্লিনের খেলা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কমিউনিটি হল
(মেঘলা) এ অনুষ্ঠিত হবে।
কারাতে প্রতিযোগিতায় কুমিল্লা জেলা কারাতে
দলের প্রশিক কাম ম্যানেজার হিসাবে সেনসি মোখলেছুর রহমান আবু পুরুষ বিভাগে
আবু ইব্রাহিম -৬৭ কেজি কুমিতে, ফারুক হোসেন নিহাল -৮৪ কেজি কুমিতে, মহিলা
বিভাগে পুতুল -৫৫ কেজি কুমিতে, মোন্তাহিনা চৌধুরী +৬৮ কেজি কুমিতে অংশ
গ্রহণ করবে। কারাতে দলের অংশগ্রহণের ল্েয কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার
সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন সাইনিং সিতোরিউ ও জেলা কারাতে
এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম জানু সকল সহযোগিতা ও দিক নির্দেশনা দেন।