ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সোমবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ
Published : Saturday, 3 April, 2021 at 6:50 PM
সোমবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধলকডাউনের কারণে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল সোমবার থেকে বন্ধ থাকবে। আজ শনিবার আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (কাব) চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

তিনি জানান, তবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বিমান কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করবে।
এদিকে সোমবার থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার।