ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহরাস্তিতে ৩শ’ ৫০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
Published : Saturday, 3 April, 2021 at 1:08 PM
শাহরাস্তিতে ৩শ’ ৫০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটকশাহরাস্তিতে ৩শ’ ৫০ পিচ ইয়াবা (মেথেম্পেটামিন ক্যাফেইন) ট্যাবলেটসহ মোঃ মিলন হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ২ এপ্রিল শুক্রবার আটককৃতকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শোয়েব হোছাইন আখন্দ, আরিফুল ইসলাম, আবু সাঈদ চৌধুরী, দেবু মজুমদার ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার রাতে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা পশ্চিম পাড়ার আবদুর রশিদ প্রকাশ জ্বীন রশিদের পুত্র মোঃ মিলন হোসেনের ঘরে অভিযান চালিয়ে নীল রংয়ের বাতাস প্রতিরোধক পলিপ্যাকে রক্ষিত ৩শ’ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় পালিয়ে যাবার চেষ্টাকালে মোঃ মিলন হোসেন (৩৫) কে আটক করা হয়।শাহরাস্তিতে ৩শ’ ৫০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

এ ব্যপারে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মঈনুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, আটককৃত মোঃ মিলন হোসেনের ২ ভাই পুলিশে চাকরি করায় সে এলাকায় উশৃংখল জীবন যাপন করতো। ভাইদের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম ও মাদক সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলো।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, এ ব্যপারে থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃতকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।