Published : Saturday, 3 April, 2021 at 12:00 AM, Update: 03.04.2021 1:13:39 AM

মাসুদ আলম।।
গৌরীপুর
থান্ডার্স গ্ল্যাডিয়েটর্সকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টার্স
ক্লাব। শুক্রবার অনুষ্ঠিত স্বাধীনতা টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
খেলায় দর্শকদের দুর্দান্ত খেলা উপহার দিয়ে অর্ধশতাধিক রানের ব্যবধানে জয়
লাভ করে জুভেন্টার্স।
এর আগে কুমিল্লা জিলা স্কুল মাঠে আয়োজিত
স্বাধীনতা টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় টসে হেরে প্রথমে ব্যাট
করতে নামে জুভেন্টার্স ক্লাব। নির্ধারিত ১০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে
জুভেন্টার্সের দলীয় সংগ্রহ ছিলো ১২৫ রান।
গৌরীপুর থান্ডার্স
গ্ল্যাডিয়েটর্সের বোলারদের তুলোধুনো করে ১২৫ রানে বিশাল রানের পাহাড় তৈরি
করে মাঠ ছাড়েন জুভেন্টার্সের ব্যাটসম্যানরা।
পরবর্তীতে ১২৬ রানের
লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে গৌরীপুর থান্ডার্স গ্ল্যাডিয়েটর্স। জয়ের
লক্ষ্যে খেলতে গিয়ে শুরুতেই উইকেট হারাতে শুরু করে গৌরীপুর। জুভেন্টার্সের
দুর্দান্ত বোলিংয়ের মুখে দাঁড়াতে না পেরেনি গৌরীপুরের থান্ডার্স
গ্ল্যাডিয়েটর্সের ব্যাটসম্যানরা। এক পর্যায়ে উইকেট আটকাতে গিয়ে নির্ধারিত
১০ ওভারে ৮ উইকেট হারিয়ে থান্ডার্স গ্ল্যাডিয়েটর্সে মাত্র ৭২ রান সংগ্রহ
করে। এরমধ্যে দিয়ে গৌরীপুর থান্ডার্স গ্ল্যাডিয়েটর্স জুভেন্টার্সের কাছে ৫২
রানে পরাজিত করে।
জুভেন্টার্স ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার মধ্যদিয়ে
এবারের মতো পর্দা নামে স্বাধীনতা টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের। ফাইনাল
খেলায় ৪০ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন
জুভেন্টার্স ক্লাবের সোহেল।
এছাড়া এই টুর্নামেন্টে সর্বোচ্চ ২৮৫
রান এবং ৫ উইকেট তুলে নেওয়ায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন
ভাই-র্ব্রাদাস ক্লাবের খেলোয়াড় তন্ময়, টুর্নামেন্টে সর্বোচ্চ রান নিয়ে সেরা
ব্যাটসম্যান হয়েছেন অব দ্যা সিরিজ নির্বাচিত হওয়া ভাই-র্ব্রাদাস ক্লাবের
খেলোয়াড় তন্ময় এবং টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়ে সেরা বোলার
নির্বাচিত হয়েছেন জুভেন্টার্স ক্লাব মাহফুজ।
এদিকে ফাইনাল খেলা শেষে
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও আনার আপ দলের অধিনায়কের হাতে পুরস্কার
(মোটরসাইকেলের চাবি) তুলে দেন কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা
মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।