কুমিল্লায় জেল মিশ্রিত চিংড়ি ও জাটকাসহ তিন ব্যবসায়ী আটক
Published : Saturday, 3 April, 2021 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লায় ক্ষতিকর জেল মিশ্রিত চিংড়ি এবং জাটকা মাছ বিক্রির
অপরাধে তিন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
৬৫ হাজার টাকা জরিমানা এবং ১২০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার
(১ এপ্রিল) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার মাছ বাজারে অভিযান
পরিচালনা করা হয়। এসময় অননুমোদিত ও অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর জেল
মিশ্রিত চিংড়ি এবং জাটকা মাছ বাজারজাত করার দায়ে তিন মাছ ব্যবসায়ীকে আটক
করা হয়।
আটককৃতরা হলো, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজান মুড়ী
এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ অহিদুর রহমান (৫০), চাঁদপুর জেলার
শাহরাস্তি উপজেলার আদর্শ ইছাপুরা এলাকার বাদশা মিয়ার ছেলে মোঃ শফিক (৪৫) ও
একই জেলার হাজীগঞ্জ উপজেলার এলাকার মো. শফিকের ছেলে মোঃ জহির (২৫)।
কুমিল্লা
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব
জানান, ‘মোঃ অহিদুর রহমান ও মোঃ শফিকের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর জেল
মিশ্রিত ১২০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা
ধ্বংস করা হয়। এছাড়া মোঃ জহিরের কাছ থেকে ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে
তা এতিমখানায় বিতরণ করা হয়।’
কুমিল্লা জেলা প্রশাসন ও মৎস
অধিদপ্তরের সর্বাত্মক সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা
জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল হাসান
রাসেল। অপরাধ আমলে নিয়ে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২
ধারা মোতাবেক মোঃ অহিদুর রহমানকে ৫০ হাজার টাকা এবং মোঃ শফিককে ১০ হাজার
টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ মৎস সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪ ও ৫ মোতাবেক মোঃ
জহিরকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।