দেবিদ্বারে জোড়া খুনের ঘটনায় দুই মামলা পরিস্থিতি এখনও থমথমে
Published : Saturday, 3 April, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার
দেবিদ্বার আদুল্লাহপুরে বিয়ে বাড়ির গায়েহলুদে কি গান বাজবে তা নিয়ে
দু’পক্ষের সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার
রাতে সাড়ে ১১টায় নিহত সাইফুলের বাবা মো. হাবিবুর রহমান ও নিহত রাহীমের
বাবা মো. নজরুল ইসলাম হানিফ বাদী হয়ে দেবিদ্বার থানায় পৃথক দুটি মামলা
দায়ের করেন। মামলা দুটির একটিতে নিহত রাহীমের বাবা ৬জনের উল্লেখসহ অজ্ঞাত
আরও ৮/৯ জনকে আসামী করেছেন। অপর একটি মামলায় নিহত সাইফুলের বাবা মো.
হাবিবুর রহমান ১০/১২ জনকে অজ্ঞাত নামে মামলা দায়ের করেছেন।
এদিকে,
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঞ্চল্যকর জোড়া
খুনের এ ঘটনায় এখনও থমথমে আবদুল্লাহপুর (জীবনপুর) এলাকা। ইনসাফ মার্কেটের
ব্যবসায়ীরা বন্ধ রেখেছে দোকানপাট। এলাকায় এখনও মোতায়ন রাখা হয়েছে পুলিশ।
ইনসাফ মার্কেটের ব্যবসায়ী মো.আল মামুন, আবু জাহের কুমিল্লার কাগজকে জানান,
চাঞ্চল্যকর জোড়া খুনের এ ঘটনায় পরিস্থিতি এখনও থমথমে, বাড়িঘরে কোন তেমন কোন
লোকজন নেই, ব্যবসায়ীরা ভয়ে-আতঙ্কে দোকান খুলছে না, ক্রেতারাও আসছে না।
মো.
শাহজাহান মিয়া ও আবু জাহেরসহ উপস্থিত এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে
কুমিল্লার কাগজকে বলেন, পাশ^বর্তী মুরাদনগর উপজেলার গুঞ্জর এলাকার বখাটেরা
আবদুল্লাহপুর (জীবনপুর) এলাকায় এসে নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এ নিয়ে
দু’গ্রামের মধ্যে একাধিক সালিস মীমাংসাও হয়েছে। তারপরও তারা এ এলাকায় এসে
ইভটিজিং, চুরিসহ কিশোর গ্যাং তৈরী করে নানা অপকর্ম চালিয়ে আসছিলো। আমরা
আবদুল্লাহপুরবাসী গুঞ্জর এলাকা হয়ে পাশ^বর্তী কোম্পানীগঞ্জ বাজারে
যাওয়া-আসা করতে হয় বলে ভয়ে প্রতিবাদ করতে সাহস পাইনা। যার ফলে আজকে এ কিশোর
গ্যাং থেকে জোড়া হত্যাকা-ের ঘটনা ঘটলো।
অন্যদিকে, জোড়া খুন মামলার
দুই বাদী মো. হাবিবুর রহমান ও নজরুল ইসলাম হানিফ এ ঘটনাকে বর্বর, পৈশাচিক
বলে উল্লেখ করে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দাবি করেছে। তাদের দাবি, ওই
ঘটনা যারা ঘটিয়েছে আমি তাদের ফাঁসি চাই। তারা তুচ্ছ ঘটনায় এ হত্যাকা-
ঘটিয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান
কুমিল্লার কাগজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রাখা হয়েছে। জোড়া খুনের
ঘটনায় দেবিদ্বার থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামীদের গতিবিধি লক্ষ্য
রাখাসহ ডিবি ও পুলিশের একাধিক টীম মাঠে কাজ করছেন। খুব শিগগীরই আসামীদের
গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত,বিয়ে বাড়িতে কি গান বাজবে এ নিয়ে বখাটে
দু’পক্ষের সংঘর্ষে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেবিদ্বার উপজেলার
সুবিল ইউনিয়নের আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে সাইফুল ইসলাম ও রাহীম
নামে দুই যুবককে কুপিয়ে হত্যা করে বখাটেরা। এ ঘটনায় সজিব, মামুন ও আক্তার
নামে আরও তিনজন গুরতর আহত হয়েছে। আহতদের একজনকে ঢাকা মেডিকেল অপর দুইজনকে
একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।