Published : Saturday, 3 April, 2021 at 12:00 AM, Update: 03.04.2021 1:12:39 AM

প্রদীপ মজুমদার, লালমাই :
কুমিল্লার লালমাই উপজেলায় গতকাল ২ এপ্রিল শুক্রবার লালমাই উপজেলা জাতীয় যুবসংহতির উদ্যোগে যুব সংহতির লালমাইয়ের অস্থায়ী কার্যালয়ে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা এবং কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
যুব সংহতির লালমাই উপজেলা সভাপতি মোঃ হাফেজ আহমেদ এর সভাপতিত্বে ও আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় কৃষক পাটির সভাপতি আব্দুল রাজ্জাক বাদল, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব আব্দুল কাদের প্রমুখ। প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান বলেন সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধূ হুসাইন মুহাম্মদ এরশাদের ৯ বছর শাসন আমল ছিলো স্বর্ণযুগ। আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যুব সমাজকে একটি সুন্দর দেশ উপহার দেবো এটাই আজকের দিনের অঙ্গীকার।