চৌদ্দগ্রামে প্রয়াস মানব কল্যাণ সংঘের বার্ষিক সাধারণ সভা
Published : Saturday, 3 April, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মানবতার তরে ক্ষুদ্র প্রয়াস’-এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন প্রয়াস মানব কল্যাণ সংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে ভিটা ওয়ার্ল্ড হোটেল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা অলিউর রহমান মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরগাছা কলেজের অধ্যক্ষ কাজী মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এডভোকেট হুমায়ন কবির পাটোয়ারী, রাসেল আহাম্মদ মজুমদার, মাস্টার মাহবুবুর রহমান। প্রয়াস মানব কল্যাণ সংঘের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল ও গিয়াস উদ্দিন আশিকের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কুমিল্লা মহানগরী সভাপতি জহিরুল ইসলাম মজুমদার, মতিউর রহমান, কমর উদ্দিন মজুমদার মিলন, মীর হোসেন মিলনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা প্রয়াস মানব কল্যাণ সংঘের উত্তোরত্তর সফলতা কামনা করেন।