ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্ত্রীর যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার
Published : Saturday, 3 April, 2021 at 12:00 AM
ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রীর যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত স্বামী নাজমুল হাসান খানকে (৪০) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (২ এপ্রিল) ফরিদপুর তাকে জেলহাজতে পাঠানো হয়।
জানা গেছে, উপজেলার চতুল ইউনিয়নের সুকদেবনগর গ্রামের নাজমুল হাসানের নামে লোহাগড়া আদালতের সিআর ৭২-১৫ যৌতুক আইনের মামলার ৪ ধারায় ২ বছরের সাজা রয়েছে।
বোয়ালমারী থানার এএসআই নৃপেন পুইস্তা বলেন, সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।