কুমিল্লায় মেম্বারের ঘর থেকে গুলি-মাদক উদ্ধার
Published : Friday, 2 April, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ইউপি মেম্বারের ঘরে তল্লাশী চালিয়ে ৬ রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য শফিক মেম্বারের ঘরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে শফিক মেম্বার পলাতক রয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে পাঁচথুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাওয়ালপুর গ্রামে শফিক মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে ছত্রখিল ফাঁড়ি পুলিশ। এসময় মেম্বারের ঘরে তল্লাশী চালিয়ে ৫৮০ পিস ইয়াবা, ১৯ পিস যৌন উত্তেজক ঔষুধ এবং পিস্তলের ২ রাউন্ড ও রিভলবারের ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ২৬টি বিয়ারের খালি ক্যান জব্দ করা হয়। কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, এ ঘটনায় পৃথক ৩টি মামলা হয়েছে। শফিক মেম্বারের বিরুদ্ধে মাদক আইনে থানায় আরও একটি মামলা রয়েছে।