এখনই রমজানের প্রস্তুতি নেয়ার সময়
Published : Friday, 2 April, 2021 at 12:00 AM
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ॥শাবান
হিজরি বর্ষের ৮তম মাস। আজ ১৪৪২ হিজরির শাবান মাসের ১৮তম দিন। এ মাসের
মর্যাদা ও গুরুত্ব অনেক বেশি। কারণ এ মাসের পরের মাসই হচ্ছে রহমত বরকত ও
মাগফিরাতের মাস রমজান। রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণের মাস এটি।আর মাত্র
১০/১২ দিন,তারপরই শুরু হবে রহমতে ভরপুর ও ইবাদতের ভরা মৌসুম মাহে রমজান-
সু- স্বাগতম রমজান। সংক্ষেপে শাবান মাসের গুরুত্ব ও মর্যাদা তুলে ধরা হলো
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রজব মাসের চাঁদ উঠলেই তিনি
আল্লাহ তায়ালার নিকট এ বলে দোয়া করতেন যে, হে আল্লাহ! আপনি রজব এবং শাবান
মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌছিয়ে দিন।হযরত
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম শাবান মাসের প্রতি এত বেশি লক্ষ্য রাখতেন যা অন্য কোনো মাসের
ক্ষেত্রে রাখতে না। (আবু দাউদ), হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন,
‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসের চেয়ে অন্য কোনো
মাসে এতো বেশি (নফল) রোজা রাখতেন না। (বুখারি, মুসনাদে আহমাদ) রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্য শাবান অর্থাৎ ১৫ শাবান জান্নাতুল
বাকিতে গিয়ে মুমিনদের কবর যিয়ারাত করতেন এবং তাদের জন্য দোয়া করতেন।
সতর্কতা আমাদের দেশে ১৪ শাবান দিবাগত রাতকে ভাগ্য রজনী বলা হয় বটে কিন্তু,
উত্তম সময় ও সুযোগ কে আমরা হেলা- ফেলা, আতশবাজি, হূ- হুল্লোর, পিঠা- পায়েশে
নষ্ট করছি। তা না করে আমরা আমল ও দোয়া মাহফিলের আয়োজন করি এখন । নফল
ইবাদাত-বন্দেগিতে মসজিদে প্রচ- ভিড় হয়। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের বাসগৃহ থেকে কয়েক কদম অতিবাহিত করলেই মসজিদে নববির
মতো মসজিদ থাকা সত্ত্বেও তিনি নিজ গৃহে নফল ইবাদাত-বন্দেগি করেছেন। এখানে এ
কথাটা এনেছি কেন? আগে তা বুঝতে হবে,নিদিষ্ট ভাবে, নির্দিষ্ট স্থানে এ
রাতটি ইবাদতের জন্য নয়,বরং আনুষ্ঠানিকতা চেয়ে নিজস্ব অবস্থানে থেকে ইবাদত-
বন্দেগি করাই উত্তম।
শাবান মাসের গুরুত্ব ও মর্যাদা রক্ষার্থে নফল
রোজা, ইবাদাত-বন্দেগি ও মৃত ব্যক্তির জন্য দোয়া করা উত্তম।আল্লাহ তায়ালা
মুসলিম উম্মাহকে শাবান মাস জুড়ে নফল রোজা এবং নফল ইবাদাত বন্দেগি করে
রমজানের প্রস্তুতি গ্রহণের তাওফিক দান করুন। আমিন।
লেখকঃ ইসলাম ও সমাজ সচেতন কলামিস্ট ও সংগঠক, কুমিল্লা।