ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঈদের নাটক ‘আমরা আমরাই-২’
Published : Tuesday, 30 March, 2021 at 2:15 PM
ঈদের নাটক ‘আমরা আমরাই-২’সম্প্রতি ৩০০ ফুটের ডাক্তার বাড়িতে শুটিং হয়ে গেল ঈদের জন্য নাটক “আমরা আমরাই-২”। নাটকটিতে দেখা যাবে কিপটা বাপ তার চল্লিশ উর্ধ দুই ছেলের বিয়ে দেয় না। দুই ভাই যখন বিয়ের জন্য রাজি হয় তখন বাবা রাজি হয় না। আর বাবা রাজি হলে ছেলেদের সমস্যা। 

এদিকে অন্য একটি ফ্যামিলি- সে বাড়িতে দুই মেয়ে ও মা। সেখানেও মা মেয়েদের বাড়িতে রাখবে, বিয়ে দিবে না। এই জন্য মা সব সময় কান্নাকাটি করে মেয়েদেরকে সান্তনা দেয়, আবার হাসি-ঠাট্টাও করে। ঘটনা চক্রে বাবার সঙ্গে মায়ের এবং দুই ভাইয়ের সাথে দুই বোনের দেখা হয়ে যায়। নাটকটি প্রেম-বিয়ে এসব নিয়ে। 

আমরা আমরাই-২ নাটকটি লিখেছেন জাহিদ বাবুল, পরিচালনা করেছেন সেলিম রেজা। নাটকটিতে অভিনয় করেছেন, ফারুক আহমেদ, মিশু চৌধুরী, সেলিম রেজা, বিবি কানিজ সহ আরও অনেকে। নাটকটি ঈদে প্রচার করা হবে।