সেনা কর্মকর্তাদের নাম ও সই জালিয়াতি করে প্রতারণা, গ্রেফতার ১
Published : Tuesday, 30 March, 2021 at 2:11 PM
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম সুলতান আহম্মেদ (৫৯)। রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর সিভিল পদে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম, পদবী ও স্বাক্ষর জালিয়াতি করে চাকরির ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে দারুস সালাম থানায় একটি মামলা করেন এক ভিকটিম। অভিযোগের ভিত্তিতে ২৯ মার্চ রাত সোয়া ১০টার দিকে মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।