ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডা. মীর মোবারক হোসেন কুমিল্লার নতুন সিভিল সার্জন
Published : Wednesday, 3 March, 2021 at 12:00 AM, Update: 03.03.2021 2:40:59 AM
ডা. মীর মোবারক হোসেন কুমিল্লার নতুন সিভিল সার্জন নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মীর মোবারক হোসেন। সম্প্রতি তাঁকে এ নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে ফেনী জেলার সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন তিনি।
এছাড়া কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবেও দায়িত্ব পালন ডা. মীর মোবারক হোসেন।
চট্টগ্রাম কলেজ (১৯৯৩ ব্যাচ) থেকে এইচএসসি সম্পন্ন করার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি তিনি। সেখান থেকেই স্বাস্থ্যসেবার সনদ গ্রহণ করেন ডা. মোবারক। ২৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন তিনি।
এর আগে কুমিল্লায় সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন ডা. নিয়াতুজ্জামান। তাঁর বদলিজনিত কারনে কুমিল্লায় যোগদান করেন ডা. মীর মোবারক হোসেন।