খুশি মোহামেডানের কোচ শন লেন
Published : Thursday, 18 February, 2021 at 12:00 AM
তানভীর দিপু ||
নয় ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান স্পোর্টিং কাব। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে শন লেনের দল। তারপর বলা যায় টানা তিন জয়ে তারা ফিরতে পেরেছে পয়েন্টের প্রতিদ্বন্দ্বীতায়। লীগ টেবিলে মান বাড়ানোর লড়াইয়ে গতকাল রহমতগঞ্জ এমএফসিকে জোড়া গোলে হারায় সাদা কালো ব্যাটলিয়ন। জয় নিয়ে কুমিল্লায় নিজেরদের ঘরের মাঠ থেকে পূর্ণ পয়েন্ট নিতে পরে খুশি মোহমেডানের ইংশিল বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান কোচ শন লেন। ম্যাচ শেষে কুমিল্লার কাগজের সাথে সাক্ষাতকারে শন লেন জানান, ‘আমি খুশি যে মোহামেডানের ফুটবলাররা ভালো খেলছে। এই ধারাবহিকতা বজায় রাখলে শীর্ষে পৌছানো খুব কষ্টকর হবে না। তবে এজন্য দলের সব সদস্যকে সমান ভাবে কষ্ট করতে হবে।’ রহমতগঞ্জের সাথে ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছে মোহামেডানের দেশি ফুটবলাররা। মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতের সাথে গোল পেয়েছে বাংলাদেশি ফরোয়ার্ড আমির হাকিম বাপ্পী। পুরো ম্যাচে অনিক, মিঠু, শাহেদরা চাপেই রেখেছে রহমতগঞ্জকে। বাংলাদেশি ফুটবলাররাও ভালো খেলছে জানিয়ে শন লেন বলেন, ‘বিদেশি খেলোয়ারদের সাথে বাংলাদেশিরাও ভালো খেলছে এটা মোহামেডানের জন্য খুবই পজেটিভ একটি সাইন। তবে সবার মধ্যে সমন্বয়টা খুবই জরুরী। আশা করি সামনের ম্যাচে আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।’