ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৫ ম্যাচ পর হাসলো চট্টগ্রাম আবাহনী
Published : Thursday, 18 February, 2021 at 12:00 AM
টানা পাঁচ ম্যাচে জয় নেই চট্টগ্রাম আবাহনীর। স্বভাবতই দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হকের কপালে চিন্তার ভাঁজ। বিশেষ করে, আগের ম্যাচে পুলিশের বিপে ৩ গোলে এগিয়ে থেকেও যখন জয় আসেনি! অবশেষে এলো সাফল্য। ব্রাদার্স ইউনিয়নের বিপে জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বন্দরনগরীর দলটি। আজ (বুধবার) মানিক হোসেন মোল্লার একমাত্র গোলে চট্টগ্রাম আবাহনী ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাদার্সকে।
৯ ম্যাচে তৃতীয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে চট্টগ্রাম আবাহনী। ৮ ম্যাচে জয়হীন ব্রাদার্সের পয়েন্ট ১।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাডলাইটে চট্টগ্রাম আবাহনী বল পজেশনে এগিয়ে থেকেও গোল পাচ্ছিল না। বলার মতো আক্রমণও হয়েছে কম। প্রথমার্ধে তাই গোলের দেখা মেলেনি। অন্যদিকে ব্রাদার্স কোচ আব্দুল কাইয়ুম সেন্টুকে ছাড়াই খেলেছে। ডাগ আউটে দাঁড়িয়ে ম্যানেজার আমের খান দিকনির্দেশনা দিয়েও দলকে বাঁচাতে পারেননি।
ম্যাচের ৭৩ মিনিটে জয়সূচক গোলটি আসে চট্টগ্রাম আবাহনীর। চিনেদু ম্যাথিউর ফ্রি কিকে মান্নাফ রাব্বির প্লেসিং গোলকিপার তিতুমীর চৌধুরী ফিরিয়ে দেন, ফিরতি বলে ডিফেন্ডার মানিক হোসেন মোল্লা হেডে দলের ৩ পয়েন্ট নিশ্চিত করেন।
এরপর ব্যবধান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও আর গোল পায়নি চট্টগ্রাম আবাহনী। ১-০ স্কোরলাইন রেখে মাঠ ছেড়েছে তারা।