ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাকির আলীর দলকে হারিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা
Published : Thursday, 18 February, 2021 at 12:00 AM
অবনমন অঞ্চলে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দারুণ এক জয় পেয়েছে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অপোকৃত শক্তিশালী বাংলাদেশ পুলিশ ফুটবল কাবকে ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
ক্যামেরুনের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান আয়মার্ডের করা একমাত্র গোলে জিতেছে মুক্তিযোদ্ধা। ৪১ মিনিটে মেহেদী হাসান উজ্জ্বলের কাছ থেকে বল পেয়ে গোলটি করেছেন ক্যামেরুনের ফরোয়ার্ড। এর আগে তারা প্রথম জয়টি পেয়েছিল আরামবাগকে হারিয়ে।
পুলিশ ফুটবল দলের সময় ভালো যাচ্ছে না। ব্রাদার্সকে হারানোর পর টানা চার ম্যাচ গোলহীন তারা। এক ম্যাচ ড্র করছে, আরেক ম্যাচ হেরেছে। শ্রীলঙ্কান কোচ পাকির আলীর অধীনে এমন খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটছে তারা। এ জয়ে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে এক ধাপ ওপরে উঠলো মুক্তিযোদ্ধা।