ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দারুণ জয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানসিটি
Published : Monday, 25 January, 2021 at 12:00 AM
ইংল্যান্ডের চতুর্থ সারির ক্লাব চেলটেনহ্যামকে বড় ব্যবধানে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতের ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচে  শুরুটা ভালো ছিল না সিটির। বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি সিটি।

বিরতির পর ম্যাচের ৫৯ তম মিনিটে আলফাই মের গোলে এগিয়ে যায় চেলটেনহ্যাম। ম্যাচের ৮১তম মিনিটে সিটিজেনদের সমতায় ফেরান ফোডেন। তিন মিনিট পরেই সিটিকে ২-১ গোলে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ম্যানচেস্টার সিটির বড় জয় নিশ্চিত করেন ফেরান তোরেস।