ফের রুটের সেঞ্চুরি
Published : Monday, 25 January, 2021 at 12:00 AM
প্রথম
টেস্টে ২২৮ রানের মহাকাব্যিক ইনিংসের পর দ্বিতীয় টেস্টেও দিন অঙ্কের দেখা
পেয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। টেস্টে এটি তার ১৯তম শতক।
প্রতিবেদন
লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৩৪ রান। জো রুট ১২৯ রানে ব্যাট
করছেন। ২০৬ বলের ইনিংসে রুট মেরেছেন ১৫টি চার। তার সঙ্গে রয়েছেন স্যাম
কারান (৩)।
এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১১০ ও নিরোশান ডিকভেলার ৯২ রানের কল্যাণে নিজেদের প্রথম ইনিংসে ৩৮১ রান করে শ্রীলঙ্কা।
প্রথম
টেস্টে ৭ উইকেটে জয় লাভ করে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে
রয়েছে ইংলিশরা। এ টেস্টেও ইংল্যান্ড জিতে গেলে ঘরের মাঠে হোয়াইটওয়াশের
লজ্জা পাবে লঙ্কানরা।