আর্সেনালের বিদায়
Published : Monday, 25 January, 2021 at 12:00 AM
এফএ
কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন
আর্সেনাল। শনিবার রাতে গানারদের ১-০ গোলে হারিয়েছে সাউদাম্পটন।
এই
হারের যন্ত্রণাটা আর্সেনালকে বেশি করেই পোড়াবে কারণ গোলটা যে হয়েছে তাদেরই
ভুলে! ম্যাচের ২৪ মিনিটে সাউদাম্পটনের কাইল ওয়াকার পিটারের ক্রস ক্লিয়ার
করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান আর্সেনাল ডিফেন্ডার গাব্রিয়েল। ম্যাচের
বাকি সময় আর গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
টুর্নামেন্টের অপর ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ের এফএ কাপের পঞ্চম রাউন্ডে পা রেখেছে ম্যানসিটি।