ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ২ শতাংশ জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
Published : Sunday, 8 May, 2022 at 8:19 PM
কুমিল্লায় ২ শতাংশ জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যাকুমিল্লার চৌদ্দগ্রামে মাত্র দুই শতাংশ জমির দখল নিয়ে বিরোধের জেরে ইসরাফিল হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৮ মে) দুপুরে উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইসরাফিল হোসেন ওই গ্রামের কালা মিয়ার ছেলে। এছাড়াও হামলায় আহত হয়েছেন নিহতের মা, ভাই, ভাবি ও ভাতিজা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন ইস্রাফিলের প্রতিবেশী মুক্তল হোসেন, তার স্ত্রী রহিমা বেগম ও মেয়ে নাছরিন আক্তার।
পুলিশ জানিয়েছে, ‘হত্যাকাণ্ডের পর স্থানীয়রা মুক্তল হোসেন, তার স্ত্রী ও মেয়েকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  এ ঘটনায় জড়িত অপরজন মুক্তল হোসেনের ছেলে সজিব ঘটনার পরপর পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ইসরাফিলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’