কুমিল্লায় করোনায় একজনের মৃত্যু একদিনে আক্রান্ত ১১
			
			
						
				
				Published : Wednesday, 12 January, 2022 at 12:00 AM,  Update: 12.01.2022 12:18:20 AM
				
				
			 
			
			                                                        
নিজস্ব
 প্রতিবেদক: কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যুর খবর 
পাওয়া গেছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ জন।
 মারা যাওয়া ৯২ বছর বয়সি ওই ব্যক্তির বাড়ি সিটি কর্পোরেশন এলাকায়। 
মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য। এ নিয়ে 
কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার ১৬৮ জনে। এর মধ্যে 
সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪১ জন, প্রাণ হারিয়েছেন ৯৫৬ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায়
 কুমিল্লায় ১১ জন করোনা রোগী সুস্থ হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য 
বিভাগ।