ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আগে ড্র পরে জয়ের চিন্তা বাংলাদেশের
Published : Tuesday, 4 January, 2022 at 12:00 AM
২০১৭ সালে ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও জিততে পারেনি বাংলাদেশ। ওই টেস্টে সাকিব আল হাসান পেয়েছিলেন ডাবল সেঞ্চুরি, আর মুশফিক খেলেছিলেন ১৫৯ রানের ইনিংস। কিন্তু নিজেদের দূরদর্শিতার অভাবে ইনিংস ঘোষণা করেছিল। এবার ৫ বছর আগের ওই ম্যাচ থেকে শিক্ষা নিচ্ছে বাংলাদেশ। প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন স্পষ্ট করেই বলেছেন, আগে ড্র পরে ম্যাচ জয়ের চিন্তা।
মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে লিড পেয়েছে বাংলাদেশ। লিড পাওয়ার পর তৃতীয় দিন শেষে সুজন বলেছেন, ‘আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই। এখনও ১৮০ ওভার বাকি আছে। এই উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।’
সাম্প্রতিক সময়ে খারাপ সময় যাচ্ছিল বাংলাদেশ দলের। তবে নতুন বছরের শুরু দিন থেকেই ছন্দময় ক্রিকেট খেলছে মুমিনুল হকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পরপরই টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয় সুজনকে। তিনি কীভাবে দলকে অনুপ্রাণিত করছেন, সেটাই জানালেন সুজন, ‘আমি সবার সঙ্গে আলাদাভাবে কথা বলি। চেষ্টা করি প্রেরণা দিতে। দলগতভাবে সবাইকে একটা কথাই বলেছিলাম- আমরা এখানে ১০টা ম্যাচ খেলেছি। একবার ৫৯৫ করে ইনিংস ঘোষণা করেও হেরেছিলাম। আমি বলেছিলাম, বারবার তো হারতে পারি না।’
সঙ্গে যোগ করেছেন, ‘একটা গ্রুপকে তো ভালো করতে হবে। এই গ্রুপটাই করতে পারি। প্রক্রিয়া যেন ঠিক থাকে, সাহস নিয়ে খেলতে পারি। এমন কোনও জুজু নেই যে পারবো না। আমাদের আত্মবিশ্বাস ছিল আমরা পারবো।’