কুমিল্লা হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা
			
			
						
				
				Published : Saturday, 25 December, 2021 at 12:00 AM,  Update: 25.12.2021 1:32:25 AM
				
				
			 
			
			                                                        
নিজস্ব
 প্রতিবেদক: 
কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের প্রাক্তন শিক্ষার্থীদের
 মিলনমেলা অনুষ্ঠান ২৪ ডিসেম্বর কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে। সকালে কুমিল্লা 
হাইস্কুল থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি কুমিল্লা নগরীর 
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। এই
 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা হাই স্কুলের প্রাক্তণ ছাত্র সংসদ 
সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। উদ্বোধনী অনুষ্ঠানে 
সভাপতিত্ব করেন কুমিল্লা হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর 
অধ্যক্ষ আবদুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের 
প্যানেল মেয়র ও প্রাক্তণ ছাত্র জমীর উদ্দিন খান জম্পী।শুভেচ্ছা বক্তব্য 
রাখেন কুমিল্লা হাইস্কুল এলামনাস এসোসিয়েশনের প্রাক্তন শিক্ষার্থীদের 
মিলনমেলা অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক 
জিএস জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন ফারুক আহমেদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন
 মশি ও এড. ঝোটন।