Published : Sunday, 7 November, 2021 at 8:51 PM,  Update: 07.11.2021 8:53:26 PM
				
				
			 
			 কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি গন্ধমতি এলাকায় এক যুবতীকে ধর্ষণের ঘটনা চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি গন্ধমতি এলাকায় এক যুবতীকে ধর্ষণের ঘটনা চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি গন্ধমতি মানিক খানের মালিকানাধীন বাড়িতে রূপা (ছদ্মনাম) বাসা ভাড়া নিয়ে থাকতো। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় একদল যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি ফাঁড়ি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,কোটবাড়ি পলিটেকনিকের ছাত্র মেহেদী হাসান নিরব,কোটবাড়ি গন্ধমতির তাজুল ইসলামের ছেলে হৃদয় হোসেন,একই গ্রামের সাবাস মিয়ার ছেলে ফয়সাল ও সালমানপুরের কামাল এর ছেলে বিল্লাল।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।