ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রিং আইডির সাইফুল কারাগারে
Published : Wednesday, 6 October, 2021 at 12:00 AM
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই সোহেল রানা আসামি সাইফুলকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামির পক্ষে তার আইনজীবী শাহাবুদ্দিন মোল্লা জামিনের আবেদন করলে আদালত আগামী ১১ অক্টোবর তার শুনানির তারিখ ঠিক করে দেন।
রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন- এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার ভাটারা থানায় মামলা করেন এক ব্যক্তি।
ওই মামলায় গত ১ অক্টোবর গুলশান থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়।
বিভিন্ন ই-কমার্স সাইটের মতো অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন পণ্য বিক্রি ও ই-ওয়ালেটের মাধ্যমে বিপুল পরিমাণ আমানত নিয়ে রিং আইডির পরিচালক সাইফুল শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।