ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মিরপুর থেকে নিখোঁজ চার কিশোরী-বালিকা উদ্ধার
Published : Wednesday, 6 October, 2021 at 12:00 AM
রাজধানীর মিরপুর এলাকা থেকে গত সপ্তাহে নিখোঁজ চার কিশোরী ও বালিকাকে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার আ স ম মাহাতাবউদ্দীন মঙ্গলবার বলেন, “তাদের দুজনকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মিরপুর থানা পুলিশ একজনকে ও রূপনগর থানা পুলিশ আরেকজনকে উদ্ধার করেছে।”
সোমবার রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে দুজনকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
রূপনগর থানা পুলিশ গাজীপুর থেকে একজনকে এবং মিরপুর থানার পুলিশ নেত্রকোণা থেকে অন্যজনকে উদ্ধার করেছে।
এদের মধ্যে দুজন ‘প্রেমিকের সঙ্গে’ পালিয়ে গিয়েছিল বলে পুলিশের ভাষ্য। বাকি দুজনের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
শুক্রবার বিকালে মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে ১৩ ও ১৪ বছর বয়সী দুই কিশোরী নিখোঁজ হয়। তাদের মধ্যে একজন স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী, অন্যজন তাদের বাসার গৃহকর্মী।
পরদিন মিরপুর থানায় একটি জিডি করে ওই পরিবার। সেখানে বলা হয়, শুক্রবার বিকালে তারা বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি।
তার আগে গত ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে ১৩ ও ১০ বছর বয়সী প্রতিবেশী দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় এক শিশুর মা মিরপুর থানায় জিডি করেন।
এই চার কিশোরী-বালিকাকে পুলিশ উদ্ধার করলেও পল্লবী থেকে নিখোঁজ তিন কলেজছাত্রীর সন্ধান এখনও মেলেনি।
নিখোঁজদের একজনের বোন গত শনিবার রাতে অপহরণের অভিযোগ এনে পল্লবী থানায় একটি মামলা করেন। সেখানে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।
পুলিশ ওই মামলায় চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।