ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় মোবাইল কোর্টে ৮ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
মাসুদ আলম
Published : Wednesday, 29 September, 2021 at 6:39 PM
কুমিল্লায় মোবাইল কোর্টে ৮ মাদক ব্যবসায়ীর কারাদণ্ডকুমিল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জনকে আটক করা হয়েছে। পরে তাদের সবাইকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার আসামিদের এ কারাদণ্ড  প্রদান করেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার জাকিয়া আফরিনের নেতৃত্বে ধর্মপুর এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে আট জনকে আটক করা হয়। 
আটককৃতরা হলেন, মো: আলম (৪৪), মোঃ রেজাউল (২৫), মোঃ ইমাম হোসেন (৫৪), সাহাব উদ্দিন (৩৭), 
মোঃ সোহেল (২২), মোঃ টুটুল (৪০), মোঃ রুবেল (২৫), মোঃ ইমরান (২৫)।
আটককৃতদের বিরুদ্ধে পরিদর্শক বজলাল চাকমা, মাববুল আলম ভূঁইয়া প্রসিকিউশন দাখিল করেন বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা।
সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে কুমিল্লা পণ্যাগার 
পরিদর্শক বজলাল চাকমা, মাববুল আলম ভূঁইয়া, এস আই তমাল মজুমদারসহ বিভাগীয় অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।