ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুস্তাফিজদের হারের কারণ জানালেন সাঙ্গাকারা
Published : Sunday, 26 September, 2021 at 1:31 PM
মুস্তাফিজদের হারের কারণ জানালেন সাঙ্গাকারাআবুধাবিতে মুস্তাফিজের রাজস্থানকে ৩৩ রানে হারিয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের শীর্ষে উঠে এসেছে দিল্লি। মুস্তাফিজদের এই হারের কারণ ব্যাখ্যা করলেন রাজস্থানের ক্রিকেট ডিরেক্টর ও লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। ব্যাটসম্যানদের অসতর্কতাকেই দায়ী করেছেন তিনি। 

লঙ্কান কিংবদন্তি বলেছেন, ‘১৫৪ রানে দিল্লিকে আটকে দেওয়া দারুণ ব্যাপার। আমাদের প্রথম ১০ ওভারে অসতর্ক না হয়ে ব্যাটিং করলেই হতো। দুর্ভাগ্যবশত দিল্লি আমাদের চেপে ধরেছিল। তারা মাথা খাটিয়ে বল করেছে, আমরা সেটি পার করতে পারিনি। ১৫৫ রানের লক্ষ্য আমাদের তাড়া করা উচিত ছিল।’

তবে দলের লোয়ার মিডল অর্ডার নিয়ে চিন্তিত নন বলে জানান সাঙ্গাকারা। বললেন, ‘লোয়ার মিডল অর্ডার আমাদের আইপিএলের প্রথম অংশে অনেক কিছু এনে দিয়েছিল। আমি নিশ্চিত তারা আরও অনেক কিছু এনে দেবে। নির্দিষ্ট দিনে আমরা যথেষ্ট ভালো ছিলাম না।’
প্রসঙ্গত, আগে ব্যাট করে শ্রেয়াস আয়ারের ৪৩ রানের লড়াইয়ে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানের পুঁজি পায় দিল্লি। জবাবে, অধিনায়ক সঞ্জু স্যামসনের ৫৩ বলে ৭০* রানের দুর্দান্ত ইনিংসের পরও ১২১ রানে থমকে যায় রাজস্থান।