ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ আমাকে মুগ্ধ করেছে- কুমিল্লায় মার্কিন রাষ্ট্রদূত
মাসুদ আলম।।
Published : Saturday, 25 September, 2021 at 7:15 PM, Update: 25.09.2021 8:47:13 PM
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ আমাকে মুগ্ধ করেছে- কুমিল্লায় মার্কিন রাষ্ট্রদূত‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ আমাকে মুগ্ধ করেছে’ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শনিবার (২৫ সেক্টম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ কেন্দ্র ও টিবি রোগ নিরাময় কেন্দ্র উদ্বোধন ও পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ আমাকে মুগ্ধ করেছে- কুমিল্লায় মার্কিন রাষ্ট্রদূত
মার্কিন রাষ্ট্রদূত বলেন,‘ জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়ন এর মতো প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানাই। কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলো মধ্যে এগিয়ে আছে।’
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মহিউদ্দিন ,কুমিল্লা মেডিকেল কলেজ হসপাতালের উপ- পরিচালক সাজেদা খাতুনসহ আইডিসিআর কর্মকর্তা ও আমেরিকান এ্যাম্বেসির কর্মকর্তাবৃন্দ।
পরে তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কুর সাথে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন মেরিকান চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক আফতাবুল ইসলাম মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন জনাব মীর মোবারক হোসেন, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক ও মুক্তিযুদ্ধের গবেষক আবুল কাশেম হৃদয় প্রমূখ।জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ আমাকে মুগ্ধ করেছে- কুমিল্লায় মার্কিন রাষ্ট্রদূত
এরপর মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার কুমিল্লা লাকসাম উপজেলার পশ্চিমগাঁও অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বাড়ি পরিদর্শন করেন। 
বিকেলে ব্রাকের একটি কর্মসূচিতে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।