ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ময়মনসিংহ মেডিক্যালে একদিনে বেড়েছে মৃত্যু
Published : Thursday, 9 September, 2021 at 12:25 PM
ময়মনসিংহ মেডিক্যালে একদিনে বেড়েছে মৃত্যু  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের দুই জন করোনায় আক্রান্ত, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে বুধবার দেওয়া তথ্যে হাসপাতালে তিন জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এরআগে, মঙ্গলবার করোনা ইউনিটে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন একজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পাওয়া তথ্যমতে, করোনায় মারা যাওয়া দুই জন ময়মনসিংহের বাসিন্দা। আর করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের দুই এবং নেত্রকোনার এক রোগীর মৃত্যু হয়েছে।  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও বলেন, হাসপাতালে নতুন আট জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১১৪ জন এবং আইসিইউতে সাত জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ১৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৬টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৯.৫৪ শতাংশ। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ২১ হাজার ৪৫৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭০ জন।