ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সদর দক্ষিণে দেশীয় অস্ত্র মাদকসহ দুই পলাতক আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
Published : Wednesday, 28 July, 2021 at 7:32 PM
কুমিল্লা সদর দক্ষিণে দেশীয় অস্ত্র মাদকসহ দুই পলাতক আসামী গ্রেফতার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দেশীয় অস্ত্র ও একশ পঞ্চাশ পিস ইয়াবাসহ ২০ মামলার পলাতক আসামী মো. তৌহিদুল ইসলাম ওরফে তৈইয়া (৩২) ও ১০ মামলার পলাতক আসামী জহিরুল ইসলাম (২৮) কে আজ বুধবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের হিরাপুর-দিশাবন্দ সড়কের সিটি স্কুল জামে মসজিদ সংলগ্ন পাকাব্রীজ এর উপর থেকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীস চৌধুরী বিষয়টি দৈনিক কুমিল্লার কাগজকে নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বিল্লাল হোসেন এর নেতৃত্বে এসআই সুজন, সোহেল ও এএসআই রিমন সঙ্গীয়ফোর্সসহ অভিযান চালিয়ে স্থানীয় উত্তর রামপুর গ্রামের মো. আবদুল মালেকের পুত্র মো. তৌহিদুল ইসলাম ওরফে তৈইয়া ও ১৯নং ওয়ার্ডের দিশাবন্দ পশ্চিপাড়ার শহিদুল ইসলামের পুত্র জহিরুল ইসলামকে গ্রেফতার করেছেন। এসময় তাদের নিকট থেকে ১৫০ পিস ইয়াবা, ১টি কিরিচ, ১টি ডেগার, ৪ রাউন্ড কার্তুজ, ১টি ছেনি, ১টি রামদা উদ্ধার করা হয়। এব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতি আইন এবং অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।