Published : Friday, 7 May, 2021 at 12:00 AM,  Update: 07.05.2021 12:51:05 AM
				
				
			 
			                                                        
তানভীর দিপু ।।
শুধু
 পথশিশু নয়, তাদের বাবা-মায়ের জন্যও ঈদ উপহার দিলো কুমিল্লার স্বেচ্ছাসেবী 
সংগঠন জাগ্রত মানবিকতা। ঈদ মানে খুশি, নতুন জামা আর ভালো খাবারে ঈদের দিনের
 খুশি ছড়ায় মানুষের মাঝে। নতুন পোষাকে সন্তানের মুখে যে হাসি ফোঁটে, সে 
হাঁসিতে চওড়া হয় বাবা-মায়ের মুখের হাসিও। তাই পথশিশুদের পরিবারের সব 
সদস্যদেরদের খুশি হিসেবে নতুন জামা ও খাদ্যসামগ্রী উপহার দিলো জাগ্রত 
মানবিকতা। গতকাল কুমিল্লা ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১০০
 পথশিশুর পরিবারে ঈদ উপহার তুলে দেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক 
তাহসিন বাহার সূচনা। এসময় আরো উপস্থিত ছিলেন পাঁচথুবী ইউপি চেয়ারম্যান 
ইকবাল হোসেন বাহলুল, জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার জামান 
কায়েসসহ জাগ্রত মানবিকতার অন্যান্য সদস্যরা। 
কুমিল্লার নগর উদ্যানের 
পথশিশুদের স্কুল ‘অবকাশ’ এবং রেলস্টেশনের পথশিশু উন্নয়ণ সংগঠন ‘দুর্বার’ এর
 চাহিদাসম্পন্ন ১০০ শিশুদের পরিবারকে এই উপহার তুলে দেয়া হয়। শিশুদের জন্য 
নতুন পোষাক, মায়ের জন্য নতুন শাড়ি, বাবার জন্য নতুন লুঙ্গি। এছাড়া পোলাউর 
চাল, সেমাই, চিনি, দুধ, তেল ছাড়াও নগদ অর্থ সহযোগিতা পেয়েছে এসব পরিবার। 
মায়ের সাথে আসা শিশুরা এই উপহার হাতে নিয়ে খুশিতে আত্মহারা হয়ে  বাড়ি 
ফেরেন। 
দুর্বারের ছাত্রী পাঁচ বছর বয়সী সামিয়া নতুন জামার প্যাকেট নিয়ে
 জানায়, এবার অনেক আগে জামা পেয়ে খুব খুশি। আম্মু-আব্বুও জামা পেয়েছে- আমরা
 সবাই খুশি। 
সামিয়ার মা পারভীন বেগম জানান, ঘরের সবার জন্য নতুন পোষা 
পেলাম। কারোন মন খারাপ হবে না। জাগ্রত মানবিকতা টাকাও দিয়েছে-খাদ্যসমাগ্রীও
 দিয়েছে।
জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা জানান, 
জাগ্রত মানবিকতার উদ্যোগে সহৃদয়বানদের সহযোগিতায় আমরা চেষ্টা করছি 
পথশিশুদের পরিবারের পাশে থেকে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার। এমন উদ্যোগে 
জাগ্রত মানবিকতা সব সময়ই সচেষ্ট ছিলো- ভবিষ্যতেও থাকবে।