ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনায় একদিনে আরও ৫ মৃত্যু
Published : Wednesday, 5 May, 2021 at 12:00 AM, Update: 05.05.2021 1:05:38 AM
 
কুমিল্লায় করোনায় একদিনে আরও ৫ মৃত্যুমাসুদ আলম।।
কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তার আগের কুমিল্লায় প্রাণ হারিয়েছেন তিন করোনা রোগী। এদিকে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় মৃত্যুর সঙ্গে শনাক্তের সংখ্যাও বেড়েছে। গত দুইদিন করোনায় শনাক্তের সংখ্যা ১৭ ও ৩০ এর কোটায় থাকলেও মঙ্গলবার এই সংখ্যা বেড়ে ৪৮ এ পৌঁছেছে। এদিকে মঙ্গলবার ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৫জন মারা গেছেন। এদের মধ্যে তিনজন পুরুষ এবং দুইজন নারী। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় ৩৮৮ জন মারা গেছেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন সূত্র জানান, মঙ্গলবার প্রাপ্ত ৩৮১টি রিপোর্টের মধ্যে নতুন করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এখন পর্যন্ত ১২ হাজার ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ২০ জনসহ করোনায় আক্রান্তদের মধ্যে ৯ হাজার ৮৮৬ জন সুস্থ হয়েছে।
নতুন শনাক্ত ৪৮ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ২২ জন, লালমাই ও দেবিদ্বারে দুইজন করে, বুড়িচং পাঁচজন, ব্রাহ্মণপাড়া, নাঙ্গলকোট ও তিতাসে একজন করে, লাকসাম সাতজন, চান্দিনা চারজন এবং বরুড়া তিনজন।
এছাড়া মারা যাওয়া ৫ ব্যক্তির মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় এক পুরুষ (৭০), বুড়িচং এক পুরুষ (৫৭), লালমাই এক নারী (৫৫), বরুড়া এক পুরুষ (৯০) এবং আদর্শ সদরে এক নারী (৬৫)।