ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঝুঁকি নিয়েই মানুষের ঢল নামে ভালো মানুষের জানাজায়
Published : Thursday, 15 April, 2021 at 3:43 PM, Update: 15.04.2021 3:58:16 PM
ঝুঁকি নিয়েই মানুষের ঢল নামে
ভালো মানুষের জানাজায়স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ আওয়মীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ বুড়িচং- ব্রাহ্মণপাড়ার সংসদ সদস্য আবদুল মতিন খসরুর তৃতীয় জানাজা কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দ বুড়িচং আনন্দ পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর দুপুর ২টায় এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে ঝুঁকি নিয়েই হাজার হাজার মানুষের ঢল নামে এ জানাজায়।
নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কুমিল্লার জেলাপ্রশাসন, পুলিশ, জেলা ও উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে তারা বলেন, এডভোকেট আবদুল মতিন খসরুর বিদায় বাংলাদেশ ও কুমিল্লার রাজনৈতিক অংগণে যে শূন্যতা সৃষ্টি করেছে তা পূরণ হবার নয়। তিনি কুমিল্লার রাজনীতিতে সৎ এবং স্বচ্ছ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের আইনজীবীদের জন্যও তিনি একজন আদর্শ। তাঁর মৃত্যুতে সারাদেশের মানুষ শোকাহত।
আলোচনায় অংশ নেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, এডভোকেট রেজাউল করিম, জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম শাহিন, সাবেক জিএস জাকির হোসেন, সাবেক পিপি মোস্তাফিজুর রহমান লিটন, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মমিন ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম খান, সাধারণ সম্পাদ আখলাক হায়দার, বুড়িচং থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জনিয়ার আল আমিন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, জেলা আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপিসহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ নেতা-কর্মীরা। এছাড়া বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সাবিনা ইয়ামিন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ মোজাম্মেল হক এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, ব্রাহ্মণপাড়া বিএনপির সভাপতি জসিম উদ্দিনসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।  
আলোচনা ও জানাজার নামাজ শেষে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রয়াত আইনজীবী আবদুল মতিনের কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান। পরে তাকে বিশিষ্ট এই রাজনৈতিক ব্যাক্তিত্বের মরদেহ তার নিজ বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে চতুর্থ ও শেষ জানাজার নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।