ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোহামেডানকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস
Published : Monday, 1 February, 2021 at 5:39 PM, Update: 01.02.2021 8:56:37 PM
মোহামেডানকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংসটানা চার জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামা বসুন্ধরা কিংস যথারীতি মেলে ধরল আক্রমণাত্মক ফুটবলের পসরা। উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবও চেষ্টা করল পাল্টা জবাব দেওয়ার, কিন্তু দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংসের আক্রমণের তোড়ে উড়ে গেল তাদের প্রতিরোধ। দাপুটে জয় তুলে নিল অস্কার ব্রুসনের দল।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে সোমবার ৪-১ গোলে জেতা বসুন্ধরা কিংস টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। পাঁচ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া মোহামেডানের পয়েন্ট ৫।

মোহামেডানের রক্ষণে চাপ ধরে রেখে দশম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেসের ক্রসে আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা হেডে জাল খুঁজে নেন।

পিছিয়ে পড়া মোহামেডান গোল শোধে মরিয়া হয়ে ওঠে। আগের ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ২-২ ড্র করা শন লেনের দল ২২তম মিনিটে পেয়েও যায় কাঙ্ক্ষিত গোল। মোহাম্মদ আতিকুজ্জামানের থ্রো ইন আনিসুর রহমান জিকো ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ডি-বক্সের জটলার ভেতর থেকে দারুণ টোকায় লক্ষ্যভেদ করেন আবিওলা নুরাত।

৪৪তম মিনিটে সুলেমানে দিয়াবাতের শট ক্রসবারের উপরের দিকে লেগে বেরিয়ে গেলে মোহামেডানের এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট হয়। প্রথমার্ধের শেষ দিকে রবসন দি সিলভা রবিনিয়ো নিখুঁত চিপে লক্ষ্যভেদ করে ফের এগিয়ে নেন বসুন্ধরা কিংসকে। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিআক্রমণ থেকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ২০১৮-১৯ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। বিশ্বনাথ ঘোষকে পাস বাড়িয়ে এক ছুটে ডি-বক্সে ঢুকে যান ফের্নান্দেস। বিশ্বনাথের ফিরতি আড়াআড়ি ক্রস নিয়ন্ত্রণে নিয়ে মাপা শটে লক্ষ্যভেদ করেন ফের্নান্দেসই। লিগে প্রথম গোল পেলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

৮১তম মিনিটে বেসেরার স্পট কিক পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ালে পঞ্চম জয় নিশ্চিত হয়ে যায় বসুন্ধরা কিংসের। ডি-বক্সে চিলির এই ফরোয়ার্ডকে জাফর ইকবাল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।