জমকালো আয়োজনে কুমিল্লায় অর্গানিক সল্যুশন বিডির ১ম আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর কান্দিরপাড় আনন্দ সিটি সেন্টারের ৪র্থ তলায় ফিতা ও কেক কেটে এর শুভ উদ্বোধন করেন সংগীত শিল্পী, মেকআপ আর্টিস্ট এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং অর্গানিক সল্যুশন বিডির ব্র্যান্ড এম্বাসেডর বর্ষা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অর্গানিক সল্যুশন বিডির স্বত্তাধিকারী তানজিনা তামান্না, নুর জুয়েলার্স এর স্বত্তাধিকারী আরিফ চৌধুরীসহ অন্যান্যরা। 
