প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭:২৫ পিএম |
কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীতে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহণের দায়ে দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর ) সকাল ১০টার দিকে ফতেহাবাদ ইউনিয়নের লক্ষীপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তবে অভিযানে কাউকে জরিমানা বা আটক করা যায়নি। এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার থানার এএসআই মো. মশিউর রহমান, উপজেলা সহকারি প্রশাসন কর্মকর্তা মো. কাউছার আলমসহ স্থানীয় বাসিন্দারা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার গোমতী নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলো একটি প্রভাবশালী মহল। ফলে হুমকির মুখে পড়েছে গোমতীর বেঁড়িবাঁধ, রাস্তা, সেতু। ধুলা-বালিতেও বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে মাটি ভর্তি দু’টি ট্রাক্টর জব্দ করে দেবিদ্বার নিয়ে যাওয়া হয়। এসময় মাটি উত্তোলনকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালতে বিষয়টি স্বীকার করে জানান, গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহণের দায়ের দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। অভিযুক্তরা গাড়ি রেখে পালিয়ে গেছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।