কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মো.আশিক উন তালুকদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা জানানো হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলারপরিচালনায় বিদায় সংবর্ধনায় আরও বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, বিদায়ী ইউএনও মো. আশিক উন নবী তালুকদার। মানপত্র পাঠ করেন, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, ভানী ইউপি চেয়ারম্যান মো. হাজী জালাল উদ্দিন ভূঁইয়া, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া ম্যানেজার, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরকার, সুবিল ইউপি চেয়ারম্যান মো. গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া, গণমাধ্যম কর্মী শাহীন আলম প্রমুখ। প্রসঙ্গত, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদারকে এডমিন একাডেমি (বিসিএস) ঢাকায় পদোন্নতী দেওয়া হয়। নবাগত ইউএনও ডেজী চক্রবর্তী চট্টগ্রাম বিভাগীয় কমিশন কার্যলয় থেকে যোগদান করেন। 