আগামী
১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি'র
নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গত ২০ তারিখ নির্বাচন কমিশন গঠন ও দিন
তারিখ পছন্দ মতো না হওয়ায় শতাধিক শিক্ষক নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রশ্ন
তোলার পর গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছে
বিএনপি-জামাত সমর্থিত সাদা দল।
২৭ নভেম্বর (রবিবার) সাদা দল সমর্থিত চার
শিক্ষক অধ্যাপক ড. মাসুদা কামাল, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন,
অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান স্বাক্ষরিত
এক বিবৃতির মাধ্যমে নির্বাচন কমিশনারের নিকট এই দাবি জানান তারা।
বিবৃতিতে
তারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গঠনের পর থেকেই প্রতিটি নির্বাচনে
জাতীয়তাবাদী, ঐতিহ্য এবং স্বাধীনতা আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাদা দলের স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে আসছে।
কিন্তু ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদ গঠনের জন্য তড়িঘড়ি করে নির্বাচনের
তারিখ ঘোষণা এবং তফসিল ঘোষণায় অপর্যাপ্ত সময়ের কারণে শতাধিক শিক্ষকের
নির্বাচন কমিশন গঠনের বিষয়ে প্রশ্ন তোলা খুবই দুঃখজনক।
বিবৃতিতে তাঁরা
আরও বলেন, শিক্ষকদের একটি বড় অংশ নির্বাচনে না আসলে তা জাতির ও
বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চার জন্য খারাপ নজির। নির্বাচন কমিশনের
দায়িত্বের অন্যতম একটি দায়িত্ব হলো অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।
তাই, এই নির্বাচনে যেন গণতান্ত্রিক পরিবেশ নষ্ট ও হাস্যকর না হয় সেজন্য
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছে সাদা দল।