কুমিল্লার মনোহরগঞ্জে শিমু আক্তার নামে এক ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুইজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। এছাড়া তাদেরকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার সকালে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।